আমি কি সমাধান প্রদানে ব্যার্থ হয়েছি?

অনেকে মনে করেন আমি কেবল fiat currency নিয়ে কথা বলি। আরেক দল মনে করে আমি কথা বলি কেবল সোনা রূপার টাকা নিয়ে।

এদিকে কেউ কেউ মনে করেন আমি ইসলামি ব্যাংক মডেলের ত্রুটি প্রকাশ করে সুদের দিকে সবাইকে ঝুঁকানোর চেষ্টা করি এবং বর্তমানে কোন ব্যাংকের থেকে এর বিনিময়ে ভালো চাকরি বা অন্যান্য সুবিধা পাচ্ছি।

এই দ্বিধা দ্বন্দ্বের কারণ হচ্ছে আপনারা এক একজন এক এক মন নিয়ে লেখা পড়েন। মানুষ তাই দেখে যা সে দেখতে চায়। আমার লেখার ক্ষেত্রেও ঠিক তাই হয়। অর্থনীতি যথেষ্ঠ জটিল বিষয়। একটা নতুন বিষয় বোঝার আগে নিজেকে ফ্রেশ মন নিয়ে শুরু করতে হয়। আর অর্থনীতির জটিল বিষয়গুলো যেমন ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থা কিভাবে কাজ করে তা জানতে খুব মনোযোগ দিয়ে ধীরে ধীরে এই জ্ঞান রপ্ত করতে হয়। সাধারণত ফেসবুকে এই কাজটা করা কঠিন। সেজন্য আমি বই লিখেছি এবং সবাইকে সেইটা পড়তে বলি। কারণ আমি আলোচনা করছি কোন গভীর বিষয় নিয়ে, এই পরিস্থিতিতে আপনি হুট করে এসে এলোমেলো কয়েকটা মন্তব্য করে দিলে আমাকে আবার প্রথম থেকে আলোচনা শুরু করতে হয়। সেজন্যই একটি আলোচনাতে অংশগ্রহণ করতে কিছুটা পূর্ব ধারণা নিয়ে আসা উচিত। যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছে তারা কিছুটা ধরতে পেরেছেন বিষয়গুলো। আরো ভালো বুঝবেন তারা যারা বই পড়েছেন এবং চিন্তা করেছেন অনেক।

আমি যেই আলোচনা করি তা খুব ভালো করে বুঝলে আপনার নিকট সমাধান পরিষ্কার হতে থাকবে। তখন আর এক প্রশ্ন বারে বারে করবেন না। আর সমস্যা ঠিক করে না বুঝলে সমাধান বলে দিলেও বুঝবেন না কি বলেছি। আমি একেবারে মন থেকে বলছি কথা গুলো।

আমার লেখা সবচেয়ে বেশি পড়েছে এবং চিন্তা করেছে Abdullah Muhammad Minhaz Reza তাছাড়া রয়েছে saher hasan, এবং আরো দুইজন ব্যাংকার।

তারা কোনদিন আমাকে বলে না সমাধান এনে দিতে কারণ যারা নিজে সমস্যা প্রায় পুরাটা বুঝে যাচ্ছে তারা সমাধানের গভীরতা ও বেশ দীর্ঘ একটি প্রক্রিয়া সামনে দেখতে পারছেন।

আপনি নিজেও বুঝুন, বই পড়ুন এবং চিন্তা করতে থাকুন। দেখবেন কত কিছু জানার আছে এবং আমাকে জিজ্ঞেস করার আছে। আর কোন বিষয়ে পরিষ্কার না হলে বিরূপ মন্তব্য না করে একটু চিন্তা ভাবনা করূন, তাহলে আমার থেকে আরো অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ যে এত দূর পর্যন্ত আমাকে নিরাপদ রেখেছে তার জন্যে লক্ষ শুকরিয়া। তার দরবারে দোয়া করি, যতদিন দেহে প্রাণ আছে এই বিদ্যা গুলো আরো বেশি থেকে বেশি মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি। কারণ এগুলো আপনার জানা উচিত এবং আমার জানানো উচিত। এইটা আমার বিদ্যার যাকাত।

মোহাইমিন পাটোয়ারী

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *