অধিকাংশ মানুষের জীবনে লেখাপড়া করা অর্থনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত

আমরা আমাদের প্রায় সব সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে নেই। সেজন্য অবৈধ আয়ের বিয়ে আটকায় না কিন্তু বেকার যুবকদের যৌবন পেরিয়ে যায়।

টাকা কথা বলে। একেবারে সরাসরি।

আপনারা দেখেন ফ্রান্স এবং আমেরিকাতে অবৈধ পথে যাবার ব্যাপারে আমরা সবাই কতটা উৎসাহী। কিন্তু কেন? উত্তর হচ্ছে টাকা। পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা এক্সপ্রেস ওয়ে দিয়ে মেধাবীদের আটকে রাখা যায় নাই। তার কারণ সবচেয়ে বাজে বিনিয়োগ হচ্ছে লেখাপড়ার পিছে বিনিয়োগ এবং সবচেয়ে ভালো বিনিয়োগ হচ্ছে বিদেশে পাড়ি জমানোর পিছে বিনিয়োগ।

একজন ছেলে বা মেয়েকে ভালো করে পড়াতে প্রতি মাসে সব মিলিয়ে যদি দশ হাজার টাকা খরচ হয়, এক বছরে ব্যয় হবে এক লক্ষ বিশ হাজার টাকা। এভাবে বারো বছরে খরচ হবে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা। তারপরে ইউনিভার্সিটিতে থাকা খাওয়া সহ চাকরি পাওয়ার আগ পর্যন্ত খরচ হবে আরো দশ লক্ষ টাকা।

কিন্তু চাকরির বেতন  মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা। কেবল টাকার হিসেব করলাম এখানে। শ্রমের হিসেব বাদই দিলাম।

সেই তুলনায় দশ লক্ষ টাকা দিয়ে যদি আপনি ইউরোপে পাড়ি জমান তাহলে আপনি পাবেন মাসে দুই লক্ষ টাকা কম পক্ষে। ইহা গাণিতিক সত্য। লেখাপড়ার পিছে যুক্তি তর্ক দিয়ে আর কি বুঝাবেন, বাস্তবতা বিপরীত কথাই বলবে বেশিরভাগ যুবক যুবতীর জীবনে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *