পণ্য বর্জন করূন

পণ্য বর্জন করা কি কোন সমাধান?

ভারতীয় পণ্য বর্জন করূণ

ফরাসী পণ্য বর্জন করুণ

বার্মিজ পণ্য বর্জন করুণ

আমেরিকার পণ্য বর্জন করূণ

ইহুদি পণ্য বর্জন করূণ

আপনি কয়জনকে বর্জন করবেন?

তারচেয়ে আসুন, আমরা বলি “দেশেই পণ্য উৎপাদন করূন”

সারা পৃথিবীকে বর্জন করে চলা সহজসাধ্য না। একটি রাষ্ট্রকে সাময়িকভাবে বয়কট করার কিছুদিন পরেই সবকিছু আগের মত হয়ে যায়। সেই ছোটবেলা থেকেই এমনটা দেখে আসছি। কারণ, আমাদের দেশে ভালো কোন বিকল্প পণ্য উৎপাদিত হয় না। তাই, বিদেশ নির্ভরশীলতা কমাতে এবং কর্মসংস্থান বাড়বে দেশেই উৎপাদনের উদ্যোগ নিতে হবে। এতে ১০০% স্বাবলম্বী হওয়া হয়তো সম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতির তুলনায় ভালো কিছু পাওয়া সম্ভব ইনশাল্লাহ। উৎপাদন ও প্রযুক্তির কল্যাণেই চীন, জাপান ও কোরিয়া এত শক্তিশালী রাষ্ট্র। খনিজ সম্পদের কল্যাণে না। তাই, আসুন আমরা আজকে থেকে একটি সম্বৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি এবং বলি,

“স্বদেশে পণ্য উৎপাদন করে হই ধন্য।”

মোহাইমিন পাটোয়ারী

স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় কর্জে হাসানা – ফটকার বাজারে আটকা

শেয়ার করুন

2 thoughts on “পণ্য বর্জন করা কি কোন সমাধান?”

  1. Pingback: কারেন্ট একাউন্টে টাকা রাখলে কী তা সুদমুক্ত থাকে? - মোহাইমিন পাটোয়ারী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *