গরু নিয়ে গর্হিত পুঁজিবাদ
গরুর মতন অবলা প্রাণীর সাথে বংশ মর্যাদার মতন বায়বীয় কনসেপ্ট যুক্ত করে মানুষের টাকা হাতানোর বুদ্ধি মনে হয় আমারিকানদের মাথা থেকে আসে। আমাদের দেশের গরিব দালাল দুইটা হাজার টাকা বেশী নিলে তারা হয়ে যায় চোর, আর যারা উদ্ভট ধারণা বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয় তারা হয়ে যায় সভ্য(১)? আমি বুঝি না কারা এই গরু …