হারাম আয়ের বড়াই

যাদের আয় হারাম তারা কখনো নিজের আয় নিয়ে গর্ব করতে পারে না। তারা গর্ব করে তাদের ভোগ নিয়ে। মানুষের কাছে গর্ব করে তারা নিজ ভোগ বিলাসের গল্প করে বেড়ায় এবং এর মাঝে আত্মসম্মান খুঁজে বেড়ায়। কেউ যদি তাদের ভোগ বিলাস দেখে সম্মান করতে না পারে তারা বিষয়টিতে বেশ বিরক্ত হয়। কারণ তার জীবনটাই টিকে আছে এর জন্য।

এর পুরোপুরি বিপরীত চিত্র দেখতে পারবেন হালাল আয় করা ব্যক্তিদের ক্ষেত্রে। সে সাধারণত নিজের ভোগ নিয়ে গর্ব করে না।সেজন্য আপনি খেয়াল করে দেখবেন হারাম ব্যয় যতটা করা হয় তার চেয়ে কয়েক গুণ বেশী হালাল আয়ধারী ব্যক্তিও সেই পরিমাণ ব্যয় করে না। কারণ যেই টাকা অর্জন করতে কষ্ট হয়েছে বেশী সেই টাকা ব্যয় করতেও কষ্ট লাগে বেশী। আর যেই টাকা মানুষের হক মেরে অর্জিত হয়েছে তা দ্রুত হাতছাড়া করতে পারলেই স্বান্তনা।

অনেক সময় একটি দাওয়াতে দেখবেন একজন ব্যক্তি গর্ব করে তার ভোগের গল্প করছে, কথা শুনে মনে হচ্ছে যেন সে রাজার পুত্র, টাকা দিয়ে সে বন্ধুত্ব কিনে নিতে চাইছে, সমাজে যারা তার সমান খরচ করে চলতে পারে না তাদের দেখে নাক সিটকাচ্ছে, নিজ বাড়িতে গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দিয়ে দরিদ্র আত্মীয়-প্রতিবেশীদের ভুলে জাতে উঠার চেষ্টা করছে ইত্যাদি। এই চরিত্রের ব্যক্তিদের হয় অবৈধ আয় আছে, অথবা তারা মানসিক হীনমন্যতায় ভুগছে। তারা অন্যের কষ্টকে দুই পয়সার মূল্য দেয় না বরং অন্যকে কষ্ট দিয়ে কীভাবে টাকা আদায় করা যায় তা খুব ভালো করেই জানে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *