৭ বাক্যে মুদ্রা ব্যবস্থার শুভংকরের ফাঁকি

আমরা যেই কাগুজে নোট ব্যবহার করি তা সরকার ছাপায় না, ছাপায় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই নোট ছাপিয়ে কাউকে দান করে না, বরং ঋণ দেয়।

কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল টাকার মালিক।

আপনাকে, আমাকে, ব্যাংক এবং রাষ্ট্রকে কেবল টাকা ধার দিচ্ছে ব্যবহারের জন্যে এবং এই ধার শোধ করে দেওয়া মানে হচ্ছে দেশে কোনো টাকা নেই।

দেশ যেহেতু টাকা ছাড়া চলতে পারে না তার অর্থ হচ্ছে সবাই কেন্দ্রীয় ব্যাংকের নিকট ঋণী হয়ে থাকবে। আর যেহেতু এই ঋণের ওপরে সুদ আছে, এর অর্থ এই ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকবে। এইভাবে বর্তমান মুদ্রা ব্যবস্থা একটি রাষ্ট্রের গলায় ঋণের ফাঁস হিসেবে কাজ করে এবং এর থেকে বাঁচার একটিই উপায় আছে, আর তা হচ্ছে বর্তমান মুদ্রা ব্যবস্থার আমূল পরিবর্তন।

————————————————————————–

মোহাইমিন পাটোয়ারী

ডাবল মাস্টারস স্নাতক নরওয়ে স্কুল অফ ইকোনোমিক্স, নরওয়ে

মানহাইম বিশ্ববিদ্যালয়, জার্মানি

স্নাতক আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *