স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় কর্জে হাসানা – ফটকার বাজারে আটকা

স্বর্ণ বা রৌপ্য মুদ্রায় কর্জে হাসানা দেওয়া কি বর্তমানে সম্ভব? ঐতিহাসিকভাবে স্বর্ণ ও রৌপ্যমুদ্রা অত্যন্ত জনপ্রিয় বিনিময়মাধ্যম হওয়া সত্ত্বেও বর্তমানে কর্জে হাসানা লেনদেনে এর গ্রহণযোগ্যতা কিছুটা কমে গেছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে স্পেকুলেশন বা ফটকাবাজি। বিষয়টি কী? সাধারণ ব্যাবসাতে একজন ব্যবসায়ী কম দামে পণ্য কিনে সেটি লাভে বিক্রি করে। স্পেকুলেশন আর ফটকাবাজিতেও একই কাজ … Continue reading স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় কর্জে হাসানা – ফটকার বাজারে আটকা