অনেকে জানতে চায়, “কীভাবে এই মুহূর্তে সুদের থেকে বেঁচে চলতে পারি? আপনি নিজে কি সুদের থেকে মুক্ত?”
দুঃখজনক ব্যাপার হচ্ছে বনে, পাহাড়ে বা নির্জন কোন দ্বীপে যাওয়া ছাড়া সুদের থেকে বাঁচার এই মুহূর্তে উপায় নেই। আপনার গায়ে এর সামান্য ধুলা হলেও লাগবে। ব্যাংক, মোবাইল ব্যাংক, বিমা সব সুদের সাথে যুক্ত। খাজনা, ভ্যাট, কর এগুলোও ইসলামের দৃষ্টিতে অবৈধ। তাহলে করণীয় কি?
ব্যাপার হচ্ছে আমাদের ঘুম ভাঙতে ভাঙতেই সারা দুনিয়া এক সিস্টেমের আওতায় চলে এসেছে। এখন আপনি হুট করে বলছেন সমাধান কোথায়? যেই বিষ বৃক্ষ কয়েক শতাব্দী ধরে বড় হয়েছে তাকে উপড়ে ফেলতে একশ বছর তো লাগবে। সেই রকম সুদূর প্রসারিত চিন্তা আপনার কি আছে?
এই মুহূর্তে করণীয় কী?
আমার মতে প্রথমে সাদা কে সাদা এবং কালো কে কালো হিসেবে স্বীকৃতি দিতে হবে, তারপরে সমাধানের চেষ্টা করতে হবে।
আল্লাহ আমাদের জন্যে অসম্ভব কোন বস্তু হারাম করে নাই এই বিশ্বাস রেখে তিলে তিলে চেষ্টা করুন। আপনি না পারেন তো আপনার পরে কেউ পারবে, সে না পারে তো তার পরে কেউ পারবে। প্রয়োজন বোধে একশ বছর পর সমাধান আসবে।
প্রশ্ন হচ্ছে আপনার চেষ্টা আছে?
Pingback: স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় কর্জে হাসানা - ফটকার বাজারে আটকা - মোহাইমিন পাটোয়ারী