সিস্টেমের অংশ হয়ে সিস্টেম বদলানো

একটা খারাপ সিস্টেমের অংশ হয়ে সিস্টেমকে বদলাবেন এই চিন্তাটা সঠিক না। কারণ, সিস্টেমই একদিন আপনাকে খারাপ করে দিবে অথবা আপনার ভালো গুণগুলোকে দাবিয়ে দিবে। আর যদি আপনি না বদলান মূল দায়িত্ব থেকে আপনাকে সরিয়ে রাখবে।

তাই, নিজেকে খারাপ সিস্টেমের অংশ বানাবেন না। নবী রাসুলদের সুন্নত এমন ছিল না। ইব্রাহিম আ স্বপ্ন দেখেন নাই যে নিজ জাতির সর্দার হয়ে দ্বীন কায়েম করবেন। মুসা আ তো নিজে ফেরাউন হয়ে উঠে বনী ইসরাঈলকে দাসত্ব থেকে মুক্ত করতে পারতেন। কিন্তু আল্লাহ তা চান নাই। রাসুল সা কেও মক্কার সর্দার বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন নাই।

আপনিও সেভাবে কাজ করুন। সবকিছু খারাপ, সবকিছু হারাম বলে বসে থাকা কোন সমাধান হতে পারে না। সমাধান নিয়ে চিন্তা করতে হবে, এই ব্যাপারে কাজ করতে হবে এবং কথা বলতে হবে। আজকে আপনি যেই গাছের চারা রোপন করবেন আল্লাহ চাইলে ১০০ বছর পরে হলেও তা ফল দিবে। আপনি চেষ্টা করুন, স্বপ্ন দেখুন – বাকিটা আল্লাহর ইচ্ছা।
প্রশ্ন হচ্ছে আপনার সেই চেষ্টা ও পরিকল্পনা আছে কি?

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *