লেখালেখির হাতে খড়ি

অনেকে বিশ্বাস করতে চায় না লেখালেখিতে আমি নতুন। বলা চলে লেখালেখির হাতে খড়ি হয়েছে। এর আগে লিখলেও ইংরেজিতে লিখতাম। তাও কালে ভদ্রে। তখন ব্যস্ত থাকতাম কেবল পড়াশোনায়। সারাদিন মোটা মোটা ইংরেজি টেক্সট বই হাতে ঘুরে বেড়াতাম। দিন কেটে যেতো পাঠাগারে। তবে আকরাম হুসাইন সিএফ সব সময় আমাকে উৎসাহ দিত লেখালেখি করতে। কিন্তু অনেক কষ্ট করে … Continue reading লেখালেখির হাতে খড়ি