মাথা পিছু আয়

অনেকেই অভিযোগ করেন মাথাপিছু আয় ২ লাখ ১৯ হাজার টাকা হলে আমরা এত গরিব কেন? এই টাকা কই আছে? কারা এত আয় করে? ইত্যাদি।

প্রকৃতপক্ষে মাথা পিছু আয় একটি বার্ষিক হিসেব। অর্থাৎ মাথা পিছু আয় ২ লক্ষ ১৯ হাজার টাকা হওয়া মানে এই আয় মাসে ১৮  হাজার টাকা।

বাংলাদেশের শীর্ষ ধনী থেকে শুরু করে সকল কর্মচারী – কর্মকর্তা, জ্ঞানী-গুণী, মালিক, শ্রমিক সবাই এই হিসেবে আছেন।

সেই হিসেবে মাথা পিছু আয় গড়ে ১৮ হাজার টাকা হওয়া খুব একটা বেশি না। আপনারা চিন্তা করে নিজেরাও বলবেন সব মানুষের হিসেবে গড়ে আঠারো হাজার টাকা মাসিক আয় কম হয়ে গেছে। শহরে দুই জনের সংসার চালাতেই তো মাসে ২০ হাজার লাগে, সেক্ষেত্রে টাকা কোথায় গেল?

আসলে মাথা পিছু আয় সংসার প্রতি না, জনপ্রতি।

গড়ে একটি পরিবারের সদস্য সংখ্যা ৫ জন হওয়া মানে পরিবারের মাথা পিছু আয় ৯০ হাজার টাকা।

সেই হিসেবে মনে হতে পারে এত টাকা কার হাতে? বেশিরভাগ পরিবার সেই তুলনায় অনেক দরিদ্র।

প্রকৃতপক্ষে এটি একটি গড় হিসেব। দেশে কারো আয় অনেক বেশি আবার কারো আয় কম। যার আয় অনেক বেশি যেমন মুসা বিন সমসের, তাও গড় হিসেবের মধ্যে ঢুকে যায়। একারণে সবার আয় এত বেশি দেখায়।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *