ডিজিটাল মুদ্রা কীভাবে কাজ করে জানেন? তাহলে ক্যাশলেস ইকোনমি ব্যাখ্যা করবেন কীভাবে?
আপনি কি জানেন যে আইএমএফের নিজস্ব মুদ্রা আছে। এর নাম এসডিআর। এটি কেবল কেন্দ্রীয় ব্যাংক গুলো ব্যবহার করতে পারে। একে বলা হয় মানব সৃষ্ট সোনা। কেন এমনটি বলা হয় তা যদি না বুঝেন ভবিষ্যতের জন্য প্রস্তুত হবেন কীভাবে?
আরও অবাক করা তথ্য দেই? সোনার মুদ্রাও সুদের সাথে যুক্ত হতে পারে। একেবারে বর্তমান কাগুজে মুদ্রার মত সুদের মেশিন বানানো সম্ভব সোনাকে একটি বিশেষ উপায়ে। সেই উপায়টি ব্যাখ্যা করছি। মনে করেন বর্তমানের সব প্রচলিত কাগজের টাকা সরিয়ে আমরা গোল্ড কয়েন আনলাম কিন্তু সিস্টেম বদলালাম না। অর্থাৎ এখনকার মত সিস্টেমে আমরা ব্যাংকে সোনা জমা রাখলাম এবং ব্যাংক সেগুলো ঋণ দিয়ে সুদে আসলে ফেরত নিতে থাকলো। অল্প কিছু বছরের মধ্যেই সব সোনা ব্যাংকের হয়ে যাবে কারণ সুদ একটি চক্র বৃদ্ধি হিসেব। চক্রবৃদ্ধি কতটা ভয়ঙ্কর জানেন? একটি কাগজ ৩০ বার ভাঁজ করলে তার উচ্চতা এভারেস্টের চেয়েও বেশী হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? ইন্টারনেটে সার্চ করে দেখুন।
এবার চিন্তা করুন, ১০ শতাংশ সুদে কত বছরে টাকা দ্বিগুণ হবে? উত্তর হচ্ছে প্রায় সাত বছরে। আচ্ছা, প্রতি সাত বছরে ব্যাংকের হাতে মোট সোনার পরিমান দ্বিগুণ হয়, ৭০ বছরের কত গুণ হবে? উত্তর হচ্ছে এক হাজার চব্বিশ গুণ। আর ১৭০ বছরে তা হবে ৩ কোটি গুণ। আপনার আমার হাতে কোন সোনা থাকবে? না, সকল সোনার মালিক হবে ব্যাংকাররা আর তাদের হাত থেকে কেবল ঋণ আকারে মুদ্রা বাজারে প্রবাহিত হতে থাকে। সিস্টেম যদি পরিবর্তিত না হয়, সুদ যদি উচ্ছেদ না হয় এই কারাগার থেকে কোন মুক্তি নেই।
বিষয়গুলো জটিল বিধায় আপনাদের উচিত বেশী বেশী অধ্যয়ন করা। কেবল একটি ভিডিও, অনলাইনে ঝগড়া কিংবা তর্ক বিতর্ক কোনদিন সমাধান না।
আমার লেখা বই সহ অন্যান্য মানুষের লেখা অর্থনীতির বইও পড়বেন। কেবল বাংলাতে না, অন্যান্য ভাষাতেও পড়বেন।
সবশেষে, অনলাইন সেলিব্রিটি হওয়া কোনদিন একজন মুমিনের লক্ষ্য হতে পারে না। বরং আল্লাহর জন্য কাজ করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে নিজেরা একতাবদ্ধ হন। একে অপরকে সুন্দর করে বুঝান। কেননা, সুদের পক্ষের শক্তি একতাবদ্ধ। আমরা কি বিচ্ছিন্ন হলে সামনে আগাতে পারবো? ইনশাল্লাহ আমরা তাদের চেয়ে শিক্ষিত হব, সুন্দর করে কথা বলবো এবং আরও কর্মঠ হব। এগুলো নিশ্চিত করতে পারলে আল্লাহর সাহায্য আসবে বলে বিশ্বাস। আর যদি আমরা কেবল বিছানায় শুয়ে লাইক কমেন্টের বিপ্লব করি তাতে কিছুই হবে না। সুদের বিরুদ্ধে প্রচেষ্টা আমার একার না। আপনাদের সবার দায়িত্ব এটি। কারণ এই বস্তু আপনাদের সবাইকে স্পর্শ করেছে এবং আমরা এমন করে বসে থাকলে কোন পরিবর্তনের সম্ভাবনা দেখছি না।