আমাকে প্রায়ই মানুষজন মেসেজ করেন বাংলাতে অর্থনীতির কোন ভালো বই পাচ্ছি না। কি দিয়ে শুরু করবো?
এই প্রশ্নের ভালো কোন উত্তর দিতে পারি না কারণ আমি বাংলাতে অর্থনীতির কোন বই পড়িনি। ইংরেজি তে Mankiw র principles of economics বইটি দিয়ে হাতেখড়ি হয়। প্রাথমিক পর্যায়ে খান একাডেমির ভিডিওগুলোও বেশ সাহায্য করে। কিন্তু সত্যি বলতে বাংলা ভাষায় ভালো কোন একাডেমিক সোর্স নেই। বর্তমানে আমি “ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য” এবং “গল্পে গল্পে অর্থনীতি” এই দুইটি বই রিকমেন্ড করি। অর্থনীতির হাতেখড়ি হিসেবে চমৎকার বই এই দুইটি।
তবে সত্যি কথা বলতে এই বইগুলো যথেষ্ট না। ইচ্ছা আছে একটি একাডেমিক বই লেখার। সেখানে খুব সহজ সুন্দর ভাবে অর্থনৈতিক তত্ত্ব শেখানো হবে। স্বপ্ন আছে সত্য কিন্তু সমস্যা হচ্ছে সাধ্য। চাকরির কারণে বর্তমানে আগের মত লেখার সময় পাই না। আবার চাকরি ছাড়া সংসারও চলে না।
একই সাথে মিনহাজ ভাইও ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে খারাপ অবস্থা যাচ্ছে। মিনহাজ ভাইকে আপনারা সম্পাদক হিসেবে চিনে থাকলেও তার নিজের কিছু লেখাও আছে বইতে। এই যেমন “ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য” বইটিতে গরুর মাংস দিয়ে সাপ্লাই ডিমান্ডের লেখাটা তার নিজের। কিন্তু তিনি নিজেও লেখালেখি ছেড়ে দিচ্ছেন। বর্তমানে তাকে ব্যবসায় ঝুঁকতে হল। লেখলেখি করে সংসার চালানো অসম্ভব।
টাকা নিয়ে আমি যতটা চিন্তিত ছিলাম তার চেয়ে বেশি চিন্তিত ছিলাম পরিচয় নিয়ে। অভাবতো ছিলই, তবে তার চেয়ে বেশি ছিল অবহেলা। মাঝে মাঝেই ইচ্ছা কয়েক বছর চাকরি করে পার্ট টাইম করব শুধু। ভবিষ্যতে যদি এতো ত্যাগ করার মানসিকতা থাকে।
আর যদি না থাকে হয়তো আমিও হারিয়ে যাবো। জানি না আরো কত প্রতিভা এভাবে হারিয়ে যাবে আমদের এই পুঁজি কেন্দ্রিক চিন্তার কাছে। দোয়া করবেন সবাই আমাদের জন্য।