প্লাস্টিকের হাত পাখা পরিহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাত পাখা ব্যবহার করুন। কারণ,
১ – প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। এটি পচে না, তাই মাটির ক্ষতি করে। তাছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে প্লাস্টিক খাবারে সাথে মানব শরীরে প্রবেশ করে।
২ – প্লাস্টিকের কারখানা প্রচুর বিদ্যুৎ খরচ করে। ফলে প্লাস্টিক ব্যবহার করলে বিদ্যুৎ সংকট বাড়ে বৈ কমে না।
৩- প্লাস্টিক আমদানি করতে ডলার খরচ করতে হয় কারণ আমাদের দেশে খনিজ তেল উৎপাদন হয় না। আমদানী রিজার্ভ সংকটকে ঘনীভূত করে।
৪- প্লাস্টিক উৎপাদনের সময় বায়ু দূষণ হয়।
৫ – তালপাতা, সুতা ও বাঁশের পাখার জন্য গাছ লাগাতে হয়। গাছ পরিবেশের জন্য উপকারী।
৬- সবশেষে প্লাস্টিকের পাখা কিনলে ক্যাপিটালিস্টরা আপনার অর্থে ধনী হয়, কিন্তু দেশীয় পাখা কিনলে ক্ষুদ্র কৃষক, হস্তশিল্পী, কুটির শল্পীরা উপকৃত হয়।