গরুর মতন অবলা প্রাণীর সাথে বংশ মর্যাদার মতন বায়বীয় কনসেপ্ট যুক্ত করে মানুষের টাকা হাতানোর বুদ্ধি মনে হয় আমারিকানদের মাথা থেকে আসে।
আমাদের দেশের গরিব দালাল দুইটা হাজার টাকা বেশী নিলে তারা হয়ে যায় চোর, আর যারা উদ্ভট ধারণা বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয় তারা হয়ে যায় সভ্য(১)?
আমি বুঝি না কারা এই গরু কিনে? ১৩০০ কেজি একটি গরুর দাম হাঁকা হয়েছে এক কোটি টাকা। কারণ, এই গরুর বংশ ভালো। এমন একটি দেশি গরুর দাম ১৩ লক্ষ টাকা, আর বংশ মর্যাদার দাম ৮৭ লক্ষ টাকা?
আমি যদি বলি, ভাই আমাদের বাসার পিছে যেই তালগাছ আছে সেই গাছের বাপের নাম মগজ, দাদার নাম ধোলাই, আর পর-দাদার নাম অপচয়। প্রত্যেকের নাম সংরক্ষিত আছে আমার ওয়েবসাইটে। সেজন্য এক হাজার টাকা প্রতিটি তালের মূল্য। এই দামে তাল কিনে আল্লাহর নামে উৎসর্গ করুন।
আপনি আমাকে নিতান্ত পাগল ও অসৎ বলবেন। কিন্তু ঠিক এই কাজই করে আমেরিকা আপনার থেকে ৮৭ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আর আপনি ভাবছেন গরুর আভিজাত্যের কেন্দ্র আমেরিকা, আমাদের দেশের গরু নির্বংশীয়। এই গরু গুলো মূলত বিভিন্ন গরু প্রতিযোগিতার জয়ী বলে উচ্চ বংশীয় বলা হয়। সেজন্য এদের দাম বেশী যেন এগুলো ব্যবহার করে কেউ প্রতিযোগিতায় জয়ী হতে পারে। কিন্তু আমরা এগুলো কিনছি জবাই দেওয়ার জন্য। সম্পদের কি নিদারুণ অপচয়।
ধরুন জাতীয় পুরুষ ক্রিকেট দলের ক্যাপ্টেন এবং মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের বিয়ে করলো। তাদের সন্তান হলো। সেই সন্তানের চড়া দাম উঠলো এই আশায় যে সে একদিন ভালো প্লেয়ার হবে। কিন্তু আপনি একজন মানুষ খেকো সম্প্রদায়ের লোক হয়ে এই সন্তানকে যদি উচ্চ দামে কিনে কেটে টুকরা টুকরা করে মাংস রেঁধে খান তাহলে কি বেশী দাম দেওয়া পোষায়? এগুলো কি অপচয় না?
সবচেয়ে বড় কথা হচ্ছে কুরবানীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাকওয়া হচ্ছে কুরবানী কবুলের মানদণ্ড। যেখানে আপনার আমার বংশ আল্লাহর কাছে কোন ফ্যক্টর না, সেখানে গরুর বংশ দেখে আমেরিকাতে কোটি টাকা পাঠাচ্ছি কুরবানীর উদ্দেশ্যে।চিন্তা করে দেখুন তো, সত্তর লাখ টাকার বংশীয় গরুর তুলনায় এক লাখ টাকার সত্তরটা গরু কুরবানী দেওয়া কি উত্তম না।
এই বংশীয় গরুগুলো আমেরিকা থেকে আমদানি করা হয় যারা সরাসরি আমাদের ভাইবোনদের রক্তে রঞ্জিত।
দ্বিতীয়ত, সত্তরটি গরু কেউ একা খাবে না। তাই আশেপাশের মানুষ এবং আত্মীয় স্বজন অধিক মাংস হাদিয়া ও সদকা পাবে যার পুরাটাই সওয়াবের কাজ। এভাবে, বাংলাদেশের খামারিরা যেমন উপকৃত হবে দেশি গরু পালনে তেমনি দরিদ্র সমাজও উপকৃত হবে অধিক মাংস পেয়ে।
সবশেষে, আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি ব্যয়ের হিসেব আল্লাহর কাছে দিতে হবে। বংশীয় গরু কেনার নেক উদ্দেশ্য কী আদৌ আছে কী? যেই দেশের কোটী মানুষ ঋণ করে খাচ্ছে(২) সেখানে আমেরিকা থেকে কোটি টাকার বংশীয় গরু এনে জবাই দেওয়া আমার মতে নিতান্ত অপচয় এবং বর্জনীয় কাজ। সেই তুলনায় নেক নিয়তে একাধিক গরু কুরবানি দিয়ে মানুষকে খাওয়ানো অত্যন্ত পূণ্যের কাজ।
১ – https://www.kalerkantho.com/online/national/2024/06/14/1397554
২- https://www.channel24bd.tv/economy/article/203551/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AA-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7