কারেন্ট একাউন্টে সুদ

কারেন্ট একাউন্টে টাকা রাখলে কী তা সুদমুক্ত থাকে?

অনেকে বলেন যে কারেন্ট একাউন্টে টাকা রেখে সুদমুক্ত জীবন যাপন করা সম্ভব। কিন্তু চিন্তা করে দেখুন, কোন ডাকাত দলের সর্দার যদি আপনাকে দিয়ে চাঁদাবাজি করানোর পরে বলে, “তুই এই টাকার ১০% রেখে বাকি অংশটা আমাকে দিস।” আপনার আয় কি হালাল হবে?

উত্তরে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন, “এই আয় কোনদিন হালাল হবে না।” কিন্তু আপনি যদি ১০% টাকা না রাখেন?

ধরা যাক, আপনি চাঁদা তুলে ডাকাত দলের সর্দারকে বলেন, “ওস্তাদ, এই টাকার পুরো অংশটাই আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার থেকে যেই নিরাপত্তা পেয়েছি তাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি চাই না আমার আয় হারাম হোক। তাই আমি এখান থেকে কোন টাকা নিব না।”

এই সংলাপ শুনে আপাত দৃষ্টিতে মনে হতে পারে আপনি হারাম থেকে বেঁচে গেছেন। কিন্তু একটু চিন্তা করলেই বুঝবেন, আপনি অনেক বড় একটা ভুল করেছেন – আপনার টাকা ডাকাত দলের সর্দারকে দান করেছেন। এই টাকায় সর্দার অস্ত্র ও গোলা-বারুদ কিনে এলাকায় ত্রাস সৃষ্টি করে বেড়াবে।

কিন্তু আপনি যদি ১০% টাকা সোয়াবের নিয়ত ছাড়া এলাকার মজলুমদের দান করতেন তারা জুলুমের কষ্টের মাঝে কিছুটা হলেও স্বস্তি পেত। এর চেয়েও ভালো হতো, যদি আপনি ডাকাত দলের বিরুদ্ধে আন্দোলন করা ব্যক্তিদের টাকাটা দিতেন। তবে আরও ভালো হতো আপনি যদি এই পেশায় নিযুক্তই না হতেন। কিন্তু বয়কট কোন স্থায়ী সমাধান নয়। সবচেয়ে ভালো হতো আপনি যদি ডাকাত দলের বিরুদ্ধে যুদ্ধ করতেন। এটি ছাড়া নিরাপত্তার কোন রাস্তা নেই।

উপরের গল্পটির মতই ব্যাংকের কারেন্ট একাউন্টে টাকা রেখে সুদ না নিলে ব্যাংকই বেশি লাভবান হবে এবং সুদের ব্যবসা বড় হবে। আপনি যদি এই টাকাটা সোয়াবের নিয়ত ছাড়া অসহায়, দরিদ্র ও ঋণগ্রস্ত মানুষদের দান করতেন তাহলে তা উত্তম হতো। তবে তার চেয়েও উত্তম হতো, যদি ব্যাংক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনকারীদেরকে আপনি টাকাটা দান করতেন। আরও উত্তম হতো এখানে টাকা না রাখলে এবং সবচাইতে ভালো হতো বিকল্প ব্যবস্থা তৈরির কারিগর হিসেবে কাজ করলে।

মোহাইমিন পাটোয়ারী

পণ্য বর্জন করা কি কোন সমাধান?

শেয়ার করুন

1 thought on “কারেন্ট একাউন্টে টাকা রাখলে কী তা সুদমুক্ত থাকে?”

  1. পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা অর্থনীতি নিয়ে ভাবি না। এই সেক্টরে অধিকাংশ মানুষ উদাসীন। প্রিয় মুহাইমিন ভাই, আপনি চাইলে ব্লগে ছোট ছোট লেখা আপলোড করতে পারেন। সাথে একজন SEO স্পেশালিস্ট রাখতে পারেন। তাহলে এই লেখাগুলো বহু মানুষের কাছে পৌঁছাবে। দাওয়াতের অন্যতম একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *