কেউ যদি লেখাপড়ার ব্যাপারে খুব সচেতন না হয়, তার জন্যে উচ্চ শিক্ষার দরকার নেই। এতে বাবা মায়ের টাকা নষ্ট, নিজের যৌবনের সেরা সময় নষ্ট, প্রতিষ্ঠানের সিট নষ্ট।
উচ্চ শিক্ষা সবার জন্য না। যে সত্যিকার অর্থে পড়াশোনা করতে আগ্রহী এবং যেই বিষয়ে পড়াশোনা করে ভালো কিছু করা সম্ভব কেবল সেক্ষেত্রেই উচ্চ শিক্ষা প্রয়োজন। বর্তমানে যেই পরিমাণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং যেভাবে প্রতিষ্ঠান গুলোতে সবাই ভর্তি হচ্ছে তা একেবারে নিরেট অপচয় – জীবনের, যৌবনের এবং অর্থের।
কেবল মেয়েরা উচ্চ শিক্ষা নিবে না এইটা বলছি না আমি। আমার মতে যেই পড়া কোন কাজের না, যার কাছে পড়াশোনা করতে ভালো লাগে না, তার উচিত নিজের পছন্দের কাজে মনযোগী হওয়া।
আমাদের এক এক জনের প্রতিভা এক এক জায়গায়। তাই গণ হারে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে নিজের ভালো লাগার এবং দক্ষতার জায়গা খুঁজে বের করে তা নিয়ে পড়ে থাকা উচিত। একেবারেই মন থেকে বলছি কথাটা। হাতে তালি পাওয়ার জন্য না।
আরেকটি ব্যাপার হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ের যৌবন আছে, কেবল মেয়েরা দ্রুত বিয়ে করবে আর ছেলেরা বড়ো হবে এইটা হচ্ছে সমাজ ধ্বংস করা চিন্তা। ছেলে মেয়ে উভয়ের দ্রুত বিয়ে হওয়া উচিত। বিয়ের পর চাইলে ব্যবসা, কাজ, পড়াশোনা, পরিবার গঠন, গার্হস্ত অর্থনীতি, লেখালেখি, কন্টেন্ট তৈরি, ফ্রি ল্যান্সিং থেকে শুরু করে যার যেই দিকে আগ্রহ সে তা করবে। এভাবে চিন্তা করলেই সেরা ফলাফল পাব আমরা।