আমি কুরবানীর হাটে গেলাম গরু কিনতে। কিন্তু পছন্দের গরু কেনার মতন টাকা হাতে নেই।
তাই টাকা ধার চাইতে গেলাম সুদখোর জালিমের কাছে। জালিমকে বললাম, “জীবনে অনেক সুদ খেয়েছ, এবারে আমাকে বিনা সুদে ১ লাখ টাকা ধার দাও।”
জালিম আমাকে এক লাখ টাকা হাতে দিয়ে বলল, “এই নাও এক লাখ টাকা। গরু কিনে আমাকে এক লাখ দশ হাজার টাকা ফেরত দিও সামনের বছরে।”
আমি বললাম, “সুদে জড়াতে পারব না। আপনার টাকা ফেরত নিন।”
জালিম বলল,”এইটাতো ব্যবসা। তুমি কি অস্বীকার করতে পারো যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন?”
আমি বললাম, “এইটা ব্যবসা হলো কেমনে?”
জালিম বলল, “আমি তো এক লাখ টাকায় গরু কিনে তোমার কাছে এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করলাম।”
চক্ষু ছানা বড়া করে আমি জিজ্ঞেস করলাম, “ভাই আপনি গরু ব্যবসায়ী হলেন কবে? আর কখন তা আমার কাছে কি বিক্রি করলেন? টাকা ছাড়া কিছুই দেখছি না।”
জালিম বলল “আরে এইটা হলো আধুনিক ব্যবসা। তুমি মুর্খ মানুষ এতো কথা না জানলেও হবে। তাপরেও যখন শুনতে চাইলে বলি।
তুমি আমার হয়ে ১ লাখ টাকার গরু কিনে নিজের কাছে নিজে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করবে। শরিয়ার মারপ্যাঁচে এইটা ব্যবসা হয়ে গেছে। আর মাঝখান দিয়ে আমার ১০ হাজার টাকা লাভ হয়ে গেছে।
আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল।”
তারপরেও আমি নিতে অস্বীকার করলাম দেখে জালিম বলল, “আমার ব্যক্তিগত হুজুর আছে, তুমি তার চেয়ে ইসলাম বেশী বোঝ? না বুঝলে ওনার হাতে দায়িত্ব ছেড়ে দাও। আর টাকাটা নিয়ে ফেল। তোমার লাভ, আমারো লাভ। এইটা ছাড়া কি আর কোন বিকল্প আছে? ”
সুবহানাল্লাহ। মানুষ আসলে আল্লাহকে ধোঁকা দেয় না। নিজের সাথে নিজেই প্রতারণা করে।