অফিসে কল দিয়ে একটি ইসলামি ধারার ব্যাংক জানালো তারা ফিক্সড ডেপজিটে ১০% “লাভ” দিতে রাজি আছে। কিছুদিন আগে এই রেট ছিল ৬%। হটাত করে তাদের ইনভেস্টমেন্ট রিটার্ন লাফ দিয়ে বেড়ে গেল কেন? দেশের ব্যবসা কি খুব ভালো যাচ্ছে নাকি যে বিনিয়োগের থেকে সবার লাভ বেশী হচ্ছে?
না, ব্যাপার কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সুদের হার বাড়িয়ে দিয়েছে। তাই ইসলামি ধারা ব্যাংকগুলো “লাভের” হার বাড়িয়ে দিয়েছে। অর্থনীতির একটা মূল শিক্ষা হচ্ছে যখন সুদের হার বাড়ানো হয় তখন জিডিপি গ্রোথ কমে যায় এবং যখন সুদের হার কমানো হয় গ্রোথ রেট বেড়ে যায়। অর্থাৎ, সুদের হার এবং ব্যবসার গতি বিপরীতমূখী। সুদের হার বাড়লে ব্যবসায় ক্ষতি বাড়ে এবং সুদের হার কমলে ব্কিন্তু ইসলামি ব্যাংক গুলোর মডেল কার সাথে মিলে যাচ্ছে? সেই আলাপ নাই করি। একাউন্ট্যান্ট স্পেশালিস্টকে জিজ্ঞেস করলাম, “আসলে ১০ পারসেন্ট দিবে? ” উনি বললেন, “এগুলো তো বলে। দেখা যাবে লোভ দেখিয়ে টাকা নিয়ে বছর শেষে কম লাভ ধরিয়ে দিবে। বলবে আমাদের লস হয়েছে, কম নাও। ইসলামের নামে বেশী ঠকানো যায় দেখে তাদের লাভ হয় বেশী। সেজন্যই দেখবেন দিন শেষে এই দেশের সবাই ইসলামি ব্যাংক হয়ে যাবে কিন্তু আপনার আমার অবস্থা বদলাবে না।