ইসলামি অর্থনীতি বনাম কল্যাণ অর্থনীতি বনাম পুঁজিবাদ
অনেকে মনে করেন, ইসলামী অর্থনীতি মানেও পুঁজিবাদ। দাবীটা সঠিক না। সমস্যা হচ্ছে যে আমরা উন্মুক্ত বাজার, লেসে ফেয়ার (ব্যক্তি মালিকানার) এবং সুদ একত্রে মিশিয়ে ফেলেছি। তারপরে এর নাম দিচ্ছি পুঁজিবাদ। ফলে আমাদের সমীকরণটি দাঁড়িয়েছে নিম্নরূপ।
উন্মুক্ত বাজার + ব্যক্তি মালিকানা + সুদ = পুঁজিবাদ
উপরের সমীকরণ থেকে সুদকে বাদ দিলে আমরা পাব বাজার-অর্থনীতি(সুদ মুক্ত)। তখন সমীকরণটি দাঁড়াবে নিম্নরূপ
উন্মুক্ত বাজার + ব্যক্তি মালিকানা = বাজার-অর্থনীতি(সুদ মুক্ত)
প্রথম সমীকরণের সাথে সমাজকল্যাণ (কর) যুক্ত করলে আমরা পাব কল্যাণ অর্থনীতি।
উন্মুক্ত বাজার + ব্যক্তি মালিকানা + সুদ + সমাজ কল্যাণ (কর) = কল্যাণ অর্থনীতি
এবার দ্বিতীয় সমীকরণের বাম পাশে সমাজ কল্যাণ (যাকাত এবং অনুদান) যুক্ত করে দিলে তা হয়ে যাবে ইসলামী অর্থনীতি
উন্মুক্ত বাজার + ব্যক্তি মালিকানা + সমাজ কল্যাণ (যাকাত এবং অনুদান) = ইসলামী অর্থনীতি
অর্থাৎ, ইসলাম মানে বর্তমানের এই সুদ-ভিত্তিক বৈষম্য উৎপাদনকারী পুঁজিবাদ কথাটি একেবারেই সঠিক নয়। ইসলাম মানে সঠিক মুদ্রা ব্যবস্থার ভিত্তিতে কর্জে হাসানা এবং ব্যবসা স্বারা পরিচালিত মুক্তবাজার অর্থনীতি, যেখানে রয়েছেন সমাজ কল্যাণ (অনুদান)।