আমাকে এই পর্যন্ত একটা প্রশ্ন, এতজন করেছে যে উত্তরটি জনসম্মুখে আলোচনা করা প্রয়োজন। প্রশ্নটি হচ্ছে হচ্ছে সুদের বিকল্প কি?
সুদের সমাধান ব্যবসা, বিনিয়োগ, ঝুঁকি বললে কেউ খুশি হয় না। সবার কথা হচ্ছে লাভ নিশ্চিত থাকতে হবে, কোন লোকসান করা যাবে না, ঝুঁকি হতে হবে সর্বনিম্ন।
আরে, এইটাই তো সুদ। আপনি সুদের সকল সুবিধা নিবেন আবার হালাল হতে হবে এইটা কেমন দাবি? কিন্তু বাস্তবে সুদের বিপরীতটা কেউ পছন্দ করে না। অথচ একটি বস্তু হারাম হওয়া মানে তা একেবারে বর্জনীয়। জগতে কোন হারাম বস্তুর বিকল্প নেই। উদাহরণস্বরূপ কুফরির বিকল্প কি? মিথ্যার বিকল্প কি?
উত্তর হচ্ছে এগুলির কোনও বিকল্প নেই। কুফরির বিপরীত ঈমান। মিথ্যার বিপরীত সত্য। কিন্তু যদি কেউ বলে আমি ঈমান এনে কাফেরদের মত জীবন যাপন করতে চাই কিন্তু আল্লাহর কাছে হালাল হতে হবে এমন সিস্টেম দাও, এর উত্তরে মুনাফেকি ছাড়া আর কোন অপশন নেই।
সুদের ব্যাপারটাও তেমন। হয় ঝুঁকি নিবেন, না হয় খরচ করবেন, নাহয় চুপ করে বসে থাকবেন। কিংবা দান, সদকা করবেন (আখিরাতের একাউন্টে জমা রাখবেন)।
সুদের মতন হালাল সিস্টেম থাকলে
সুদ হারাম হওয়ার যৌক্তিকতা কোথায়?
বর্জনীয় বস্তুর কোন বিকল্প হয় না। হয় বিপরীত।