আমাদের এমডি আমাকে বলেছেন, “আপনি যদি ব্যবসা করেন আপনার জ্ঞান আরও অনেক বৃদ্ধি পাবে এবং জাতিকে আরও বেশী কিছু দিতে পারবেন। কারণ নিজে ব্যবসা করলে আপনি অর্থনীতির জগতকে একেবারে ভিতর থেকে বুঝতে পারবেন।” কথাটা আমার মনে ধরেছে। সেজন্য ঠিক করেছি ব্যবসা করবো জীবনে।
শুরু করেছি বই ব্যবসা দিয়ে। বলা যায় সেজন্যই আমি নিজ বইয়ের অর্ডার নিজে নেই। বিভিন্ন রকম প্রচারণা করি, ক্যাশ দেখাশুনা করি। কিছু সময় নষ্ট হলেও মানুষের আচরণ, ব্যবসা পরিবেশ, লেনদেনের সততা, সময়ানুবর্তীতা সহ শেখার আছে অনেক কিছুই এখান থেকে।
তার পাশাপাশি আমি বর্তমান কর্মক্ষেত্রের কোম্পানির ব্যবসা নিবিড়ভাবে দেখাশুনা করি। আল্লাহ কবুল করলে সামনে ইচ্ছা আছে আরও বড় বড় ব্যবসা করার। কারণ সত্যিই ব্যবসা হচ্ছে বাস্তব জ্ঞানের আধার। তার পাশাপাশি বিয়ে, সংসার, চাকরি, দায়িত্ব এই সবকিছু একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলে এবং সমাজকে ভালোভাবে বুঝতে ও গড়তে সাহায্য করে।
লেখক হিসেবে আপনার যাত্রা কেবল কেতাবী নয়, সকল বিষয়ে পদচারণা জরুরী। তাহলেই মানুষ হিসেবে আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন এবং লেখার জগতে সেই প্রজ্ঞা ফুটে উঠবে।