মাহমুদুল হাসান সোহাগ ভাই তার বিখ্যাত সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে “টাকার মান যে দিন দিন কমে যায়, সেই হারানো মান যায় কোথায়? কেউ সম্পদ হারালো মানে কেউ সম্পদ পেল। কিন্তু সম্পূর্ণ জাতি তাদের অর্থের মান হারাচ্ছে যখন, তখন তা পাচ্ছে কে?
আপনি বলতে পারেন না তা হাওয়ায় মিলিয়ে গেছে। আপনি কোন কিছু বিক্রি করে দিয়েছেন কিন্তু কেউ তা কিনে নেয় নাই এমনটা কি সম্ভব? তাহলে আমাদের সম্পদ কার হাতে গেল? “
আরেকটি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন যে
” ধরূন, একজন ব্যক্তি তেইশ বছর বা তেইশ ঘন্টা ধরে lecture দিল। তারপরে বলল আমার lecture পরিপূর্ণ হয়ে গেছে। সবাই মনে করল কথা শেষ। এমন সময় বলল,” আর একটা কথা, যদি তোমরা সুদ খাও তবে জেনে নাও এটি আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। ” তারপরে আর কোন কথা বলল না। How significant is that.
কোরান ঠিক এভাবেই শেষ হয়েছে কেন? একজন মানুষ বাড়তি টাকা নিল। হয়তো সেটা জুলুম। কিন্তু এখানে এত গুরুত্বপূর্ণ কি আছে যে এভাবে বলতে হবে? কিভাবে তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মত হতে পারে?
সবশেষে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। fed একটি বেসরকারি প্রতিষ্ঠান। কীভাবে সেই দেশের জনগণ এটা সম্ভব হতে দিল?
সম্প্রতি বেশ কয়েক জন এর উত্তর জানতে চেয়েছেন। আগেও অনেকে জানতে চেয়েছিল। হয়তো উত্তর পাওয়ার আশায় আপনিও লেখাটি পড়ছেন। কিন্তু প্রচণ্ড অনুসন্ধিংসু মন ছাড়া আপনি এর উত্তর খুঁজে পাবেন না। আর যেদিন পাবেন, সেদিন নিজেই ব্যখ্যা করতে পারবেন না।
তবে, আজকে আপনাদেরকে আমি হতাশ করব না। আজকে দুইটি ইংরেজি প্রামাণ্য চিত্র দেখতে ও একটি বাংলা বই পড়তে বলবো। সেখানে উপরের প্রশ্নগুলোর উত্তর পাবেন। তবে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, মনে মনে হিসেব মেলাতে হবে এবং একবারে উত্তর না পেলে বার বার চেষ্টা করতে হবে। আল্লাহ চাইলে একদিন আপনি বুঝে যাবেন। নাম গুলো হচ্ছে
- The money masters (video – ইউটিউব এ পাবেন )
- Money as debt (video – ইউটিউব এ পাবেন )
- ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য (বই – অনলাইন, অফলাইনে বিভিন্ন জায়গায় পাবেন)
Pingback: স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় কর্জে হাসানা - ফটকার বাজারে আটকা - মোহাইমিন পাটোয়ারী