সঞ্চয়পত্র কী? – জেনে নিন গল্পে গল্পে
একটি গল্প দিয়ে শুরু করা যাক। অনেক দিন আগে আমাদের এলাকার নবাব অত্যন্ত বিপদে পড়েন। সেই বছর বন্যা ও খরায় সকলের ধান নষ্ট হয়ে যায়, ফলে খাজনাও উঠে একেবারেই কম। এদিকে খাজনার পরিমাণ কম হলেও, চুক্তি অনুযায়ী ব্রিটিশদের যে রাজস্ব দেয়ার কথা ছিল তা কোন পরিবর্তন করা হয়নি। নাবাব চিন্তায় পড়ে বিলেতে পড়ুয়া পাটোয়ারী মশাইয়ের …