কেবলমাত্র চাকরি ছাড়াই যেন লক্ষ্য না হয়। আমাদের আরও বড় স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
আজকে রাজশাহী যেতে গিয়ে প্লাটফর্মে হাঁটছি কেউ একজন ডাক দিল আপনি মোহাইমিন পাটোয়ারী না?
আমি বললাম, “হ্যা।”
তিনি বললেন, “চলুন, একসাথে অপেক্ষা করি ট্রেনের জন্য।”
বসে বসে বলতে লাগলেন তিনি, “আমি ব্যাংকে চাকরি করি। আপনার পডকাস্ট দেখার পর আমি অনেক চিন্তা করেছি। ঠিক করেছি এই চাকরি করবো না আর। দেড় বছরের মধ্যে ছেড়ে দিব।”
মনে মনে ভাবলাম এই পর্যন্ত অনেকেই আমার জানামতে পডকাস্টটি দেখার পর চাকরি ছেড়ে দিয়েছে কিন্তু এই প্রথম কারো সাথে কথা বলার সুযোগ হয় সরাসরি।” কিন্তু চাকরি ছেড়ে তিনি কি করবেন? সেই চিন্তা থেকে প্রশ্ন করলাম, “এরপর আপনি কি করবেন ঠিক করেছেন?” তিনি বললেন না, “সেজন্য দেড় বছর সময় নিচ্ছি। এর মাঝে নিজেকে গুছিয়ে নিব ইনশাআল্লাহ।”
উনি আরো বললেন বাসায় বলে দিয়েছি চাকরি ছেড়ে দিব। তারা একটু চিন্তিত হলেও বুঝিয়ে বললাম কেন। সবাই আমার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানালো।
আমি বললাম চাকরি ছেড়ে সুদের বিরুদ্ধে কাজ করবেন। অন্যথায় কেউ একজন আপনার জায়গায় কাজ করবে এবং সমাজ একই থাকবে। হয়তো আপনার নিজের জীবন বদলাবে। কিন্তু এতটুকুই সমাধান না। নিজের বদলানোর পাশাপাশি সমাজকে নিয়েও অবশ্যই চিন্তা করবেন।