বহুবিবাহ বাস্তবতা

আমাদের স্বপ্ন আসলে ফেরাউনের। আমরা চাই তার মত বিলাসিতায় থাকবো, ক্ষমতাবান হবো, কথায় কথায় হুকুম করবো। থাকবে এক গাদা কর্মচারী ও অনেক গুলো সুন্দরী স্ত্রী। মুখে বলি সুন্নত পালন করতে বেশী বিয়ে করবো কিন্তু বাস্তবে কোন অসহায় নারী বিয়ে করতে চাই না। যেই নারী বৃদ্ধা ও বিধবা তাকে বিয়ে করতে চায় না কোন যুবক, যেই নারীর মুখে এসিড নিক্ষেপ করা হয়েছে, যে দারিদ্র্যের সর্ব নিম্ন সীমায় বসবাস করছে কিংবা তালাক প্রাপ্ত হয়ে একাধিক সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তাদেরকে বিয়ে করার স্বপ্ন নিয়ে আমরা সুন্নতের কথা বলি না। বরং ফেরাউনের মত এক ঝাঁক কচি সুন্দরী রমণী নিয়ে ভোগ বিলাস করবো সেই স্বপ্ন লালন করি, মাঝখানে সুন্নতের নামে নিজের স্বপ্নের উপর পবিত্রতা প্রদান করি। সেজন্যই দেখি তরুণী নারী প্রতারিত হচ্ছে কিংবা সে এসে বয়স্ক নারীর অধিকার হরণ করছে। এর নাম কি ইসলাম? সেজন্যই আজ অমুসলিমরা ইসলামের সৌন্দর্য দেখতে পায় না। পারবে কীভাবে? আমরা তো আসলে ইসলাম পালন করতে চাই না, ব্যবহার করতে চাই। কখনও ব্যবসা করতে, কখনও নারী ভোগ করতে, কখনও সম্মান কুড়াতে। সেজন্য ইনসাফের গুরুত্ব নেই, অসহায়ের প্রতি ভালবাসা নেই, বরং পুঁজিবাদী স্বপ্নের উপর সুন্নতী জবান নিয়ে আমরা বাঁচি।

সবমিলিয়ে যেই ইসলাম ছিল কারো জন্য ত্যাগের নাম, সেই ইসলামই আমাদের কাছে হয়ে গেছে পুঁজির নাম।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *