কোন ব্যবসা বুদ্ধি মাথায় আসলে কখনো নিজেকে বলবেন না, “এইটা সম্ভব না। এইটা কোনদিন হবে না। আমি পারবো না।”
বরং এই চিন্তা করেন যে “এইটা কীভাবে সম্ভব? আমি কীভাবে পারবো?”
কারণ আপনি যা অসম্ভব বলছেন তা করেই একজন সফল হয়েছে, হচ্ছে ও হবে।
আমাদের বাসার নীচ তলায় যেই ব্যক্তি এক রুম ভাড়া করে থাকতো আজ সে জাহাজ বানাচ্ছে। তার আন্ডারে নয় জন ইঞ্জিনিয়ার কাজ করছে। অছচ সে নিজে তেমন লেখাপড়াই করে নাই। একেবারে জীবন থেকে নেওয়া গল্প।
সামিট পাওয়ার লিমিটেড এর আজিজ খান নিজে ইঞ্জিনিয়ারই না। যেই গৃহিণী বছরের পর বছর বেকার ছিল, সে গ্রাফিক্সের কিছু কাজ শিখে এখন ফ্রি ল্যান্সিং এর জাতীয় পুরস্কারধারী।
আমার পরামর্শ হচ্ছে আপনি চেষ্টা করুন। নিজেকে নিজে অসম্ভব বললে আজীবন সব অসম্ভবই থাকবে। সেক্ষেত্রে আপনার নিজের জন্য নিজের চেয়ে বড় শত্রু আর কেউ নেই। কেবলমাত্র নিজেকে সম্ভব বলুন এবং কাজে লেগে পড়ুন। দেখেন কী হয়!
পা বাড়ানোর পর এক পয়সা পেয়ে দেখেন, তা কত বড় প্রেরণা হিসেবে কাজ করে। আলসেমি এবং নিজেকে না বলা বাদ দিয়ে শুরু করুন। এক রাস্তায় কাজ না হলে অন্য রাস্তা ধরুন। আর দেখুন পৃথিবী কতটা সম্ভাবনাময়।