অনেকে সুদের থেকে বাঁচতে চান। তাই ব্যাংক থেকে দূরে থাকেন। কিন্তু দিন শেষে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে গর্ব করে বলেন, “আমার ব্যাংকে একাউন্ট নেই, বিকাশে আছে।”
কি দুঃখজনক! বিকাশের তুলনায় ব্যাংকে লেনদেন করার বাড়তি কিছু সুবিধা আছে। ব্যাংক থেকে ব্যাংকে টাকা পাঠানো প্রায় ফ্রি এবং টাকা উত্তোলন করতে কোন খরচ লাগে না!
যদি কোন কারণে একাউন্ট নাম ও নাম্বার না মিলে আপনার পাঠানো টাকা নিজের থেকে ফেরৎ চলে আসে।
সব দিক থেকে ব্যাংক লেনদেন নিরাপদ এবং সুলভ।
তারপরেও অনেকে মোবাইল ব্যাংকিং করে এজন্যে যে তাতে সুবিধা বেশি।
সত্যি কথা বলতে ব্যাংকের এপ নামালে আপনি ঠিক বিকাশ বা নগদের মত লেনদেন করতে পারবেন। আর ব্যাংক লেনদেন এ ফ্রড ধরা এবং ব্যবস্থা নেওয়া অনেক সহজ।
তবে এই কথা সত্য যে গ্রামে গণ্ঞে ব্যাংক অনেক দূরে হয়। সেজন্য কেউ চাইলে মোবাইল banking ব্যবহার করতে পারেন। কিন্তু ব্যাংক পছন্দ করি না, মোবাইল ব্যাংক ভালো এই চিন্তা ১০০% বাজে।
কারণ আপনি মোবাইলে যতো টাকা রাখেন তা সুদে খাটানো হয়। আপনি যদি সুদ না নেন ব্যাংকের মালিক বাড়তি সুদ পায়। অর্থাৎ, সুদের রাজার হাতে আপনি বাড়তি সুদ দিলেন যেন সে সম্পদ পুন্জিভূত করার খেলা আরো ভালো ভাবে খেলতে পারে।
সেজন্যই বলেছি, আপনি ব্যাংকের থেকে দূরে থাকতে মোবাইল ব্যাংক একাউন্ট খুললে পিছনের দরজা দিয়ে একই ঘরে প্রবেশ করলেন।